পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সৈকত সরণী দিঘাতে বিচে যেতে বাধা দেওয়া হল পর্যটকদের কার্যত রাস্তা অবরুদ্ধ করে বসে পড়লেন স্টল ব্যবসায়ীরা। তাদের মূলত দাবি সিবিচের ধারে যে ভাবে অবৈধ ভাবে ব্যাঙের ছাতা মতন বুঝিয়ে উড়ছে, দোকান তাতে তাদের ব্যবসা সমস্যা হচ্ছে। দোকান দারদের দাবি লক্ষ লক্ষ টাকা দিয়ে স্টল কিনে তাদেরকে বসে থাকতে হচ্ছে এমনকি দীঘা শঙ্করপুর উন্নয়ন পত্র নির্ধারিত ফি ও তাদেরকে মেটাতে হচ্ছে অথচ সেই পরিমাণ ব্যবসা তাদের হচ্ছে না অথচ বিচের ধারে প্রাথমিক বিছিয়ে কয়েকশো দোকানদার সমুদ্রকে যে নোংরা করছেন তেমনি ভাবে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রশাসন উদাসী ন। তাই স্টল ব্যবসায়ীরা নিজেদের স্টল বন্ধ রেখে কার যত আন্দোলনে নামলেন। ব্যবসায়ীদের দাবি বারবার অভিযোগ জানিয়ে কোন কাজ হয়নি তাই তারা বাধ্য হয়ে নিজেদের জীবিকার স্বার্থে আজ তারা বিভিন্ন সমুদ্রে যাওয়ার ঘাট গুলিতে দোকানপা দিয়ে বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ করেন সেই অবস্থান বিক্ষোভ এখনো চলছে। পর্যটকদের বিচে যাবার ক্ষেত্রে আটকে দেওয়া হচ্ছে যদিবা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন আধিকারিকের দেখা নেই।
সৈকত সরণী দিঘাতে বিচে যেতে বাধা দেওয়া হল পর্যটকদের কার্যত রাস্তা অবরুদ্ধ করে বসে পড়লেন স্টল ব্যবসায়ীরা।

Leave a Reply