পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় উত্তেজনা নন্দীগ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের অশান্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, রাতের অন্ধকারে ভাঙ্গা হলো শহীদ বেদী। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে নন্দীগ্রাম আস্তে আস্তে করে উত্তপ্ত হয়ে উঠছে। গত দুই দিন আবাস যোজনাকে কেন্দ্র করে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রাম ছিল উত্তপ্ত। শুক্রবার রাতে আবারো শহীদ বেদী ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা,
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আধিকারী পাড়া মাল পাড়ার ২৬০ নম্বর বুথের ঘটনা। গতকাল রাতে ভূমি আন্দোলনের শহীদ বেদী এবং শহীদ বেদীর অংশবিশেষ ভাঙ্গা পাশে লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি এমন কাজ করেছে এমনই অভিযোগ তুললেন নন্দীগ্রামের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা এই অভিযোগ কে সম্পূর্ণ অস্বীকার করল বিজেপি। যদিও এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি, বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি সাহেব দাসের বক্তব্য এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বিজেপি, এটা তৃণমূলের অপপ্রচার মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *