আবারও দৃষ্টান্তমূলক কাজে জনদরদী বিধায়ক নিশীথ কুমার মালিক।

0
302

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-আজ বছরের প্রথম দিন সকালবেলা থেকেই পরিবারকে নিয়ে বিভিন্ন রকম আনন্দে মেতে থাকি আমরা। কোথাও হচ্ছে জমকালো পিকনিক আবার কোথাও বন্ধুদের সাথে একটু পার্টি। কিন্তু এই সমস্ত আনন্দের মধ্যে আমরা হয়তো ভুলে গেছি প্ল্যাটফর্মে থাকার সেই ভবঘুরে মানুষদের কথা। তাদের কাছে নতুন বছর বলে কিছু নেই। প্রত্যেকটা দিন খুব কষ্টের সাথে জীবন যাপন করতে হয় তাদের। এই ঠান্ডায় আমরা বাড়ির ছাদের তলায় এবং মোটা অম্বল নিয়ে বাড়িতে আরামে থাকি। কিন্তু খোলা প্লাটফর্মে তাদের সেই আরামের অবকাশ নেই। তাই বছরের শুরুটা অন্যরকমভাবে করলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। আজ সন্ধ্যেবেলা পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় রেলওয়ে প্লাটফর্মে ২৭ জন ভবঘুরে, দুঃস্থ অসহায়দের কম্বল বিতরণ করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক । উপস্থিত ছিলেন রেল পুলিশের IC বিজয় কুমার, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কামরুল হাসান, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ হাবিব সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী গন।