মাথাভাঙ্গায় নতুন বছরের শুরুতে বোমা ফেটে জখম ১ শিশু।

0
202

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বছর শুরুর দিনই বোমা ফেটে গুরুতর জখম হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোড়শিমূলি এলাকায়। গুরুতর জখম শিশু সুজয় বর্মন। সে বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন আলু খেতে জল দেওয়ার জন্য মোটর লাগাচ্ছিলেন ধনপতি বর্মন। সেই সময় তাঁর ভাস্তা সহ কয়েকজন শিশু সেখানে খেলা করছিল। সেই মুহূর্তে ধনপতি বোমা ফাটার বিকট শব্দ পান। তড়িঘড়ি সেখানে গিয়ে দেখেন,গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ভাস্তা সুজয়। সঙ্গে সঙ্গে সুজয়কে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। হাসপাতালে পৌঁছোয় মাথাভাঙ্গা থানার পুলিশ। বোমাটি কোথা থেকে এল, কে বা কারা সেটি সেখানে ফেলে রেখেছিল,তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানান,পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বোমা বন্দুকের শিল্প চলছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে স্কুল ঘরে, রাস্তায়, বাড়ির পাশে, এমনকি আলু খেতে বোমা দেখা যাচ্ছে। গরিব বাচ্চারা আলু তুলতে গিয়ে এসব বোমা পাচ্ছে। বাচ্চারা ভাবছে বলো, সেগুলো তুলে খেলতে গিয়ে বোমা ফেটে যাচ্ছে। মাথাভাঙ্গার এই ঘটনা দুঃখজনক ঘটনা। মাথাভাঙ্গার ওই শিশুটির সুস্থতা কামনা করি। কারণ তৃণমূল কংগ্রেস এভাবেই বোমা বন্দুক নিয়ে রাজনীতি করছে। মানুষ তৃণমূল কংগ্রেস কে ক্ষমতায় এনে ভূল করেছে তা এখন হারে হারে টের পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here