সেজে উঠছে শালতোড়া ঝিল।

0
1582

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলা হলো রুক্ষ, শুষ্ক প্রকৃতির জেলা।অধিকাংশ স্থান ই বৃষ্টির জলের ওপর চাষের ক্ষেত্রে নির্ভরশীল। দক্ষিণ বাঁকুড়ায় রয়েছে সেচের বন্দোবস্ত।

কোনো কোনো স্থানে ছিল পানীয় জলের সংকট।

সেই সংকট দুর করতে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের শাঋতোড়া পঞ্চায়েতের শালতোড়ায় তৈরি হয় শালতোড়া ঝিল।

ঝিলের উন্নতির কথা মাথায় রেখে জনসাধারণের স্বার্থে

পরে এই ঝিল সংস্কার করা হয়।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া কৃষি ও সেচ দপ্তরের সহায়তায় তৈরি হচ্ছে গেস্ট হাউস এবং হর্টি কালচার।

এরফলে এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য্যয়ন হবে এবং পর্যটকদের নজর কাড়বে এই স্থান, উপকৃত হবেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here