পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় এই তৃণমূল, গরু কয়লা বালি পাথর সমস্ত থেকে তোলা তলে এই পিসি আর ভাইপো কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

0
128

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ সরকারের লাগামছাড়া দুর্নীতি সহ বিভিন্ন তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির ডাকে বর্ধমান দু’নম্বর ব্লক এর জোতরাম মাঠে প্রতিবাদ সভা। এই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমান এক নম্বর ব্লকের কলিগ্রামের সভার অনুমতি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বর্ধমানের মাটিতে সভা হবে। ঠিক তার কথামতো আজ বর্ধমান দু’নম্বর ব্লকের বিজেপির ডাকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ বানাতে চাই এই তৃণমূল কংগ্রেস। কয়লা,গরু,বালি পাথর সবকিছু থেকে পয়সা খায় এই তৃণমূল নেতারা। রাইস মিলের মালিকরা ভুয়ো একাউন্ট করে প্রচুর পরিমাণে টাকা লুট করেছে সাধারণ কৃষকের। বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, সারের দাম কত আড়াই হাজার টাকা করে আমি বিধানসভায় বলেছিলাম মাননীয়া বলছেন পর্যাপ্ত পরিমাণে সার মজুত নেই আরে যেটুকু আছে সেটুকুই কালোবাজারি না করে সাধারণ মানুষকে দিন না। তিনি আরো বলেন, পঞ্চায়েত ভোটে বিজেপিকে শক্ত করুন কিষান যোজনার যত টাকা ভারত সরকার দেবে নিয়ম মেনে সেই টাকা কৃষকের একাউন্টে ঢুকবে তৃণমূল কংগ্রেস দলবাজি করে। আমাদের মাননীয়া তো স্টিকার মুখ্যমন্ত্রী তিনি সব প্রধানমন্ত্রী স্কিমের নাম পাল্টে দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here