অনুষ্ঠিত হল উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল গঙ্গাজলঘাটি তে।।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় শ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট গঙ্গাজলঘাটি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয়। গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জর্স ট্রফি এবছর ৩য় বর্ষে পদার্পণ করলো। ফাইনাল খেলায় মুখোমুখি দুই দল HFC বয়েসজ দুর্গাপুর এবং ESS অমরকানন। টান টান উত্তেজনার মাধ্যমে খেলাটি সমাপ্ত হয়। ESS অমরকানন জয়লাভ করে। জয়ী ও বিজীত দলকে সুদৃশ্য ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও খেলয়াড় ও দর্শকদের জন্য প্রচুর আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এই ক্রিকেট টুর্নামেন্টে জেলা, ভিন জেলা এমনকি ভিন রাজ্যের বিখ্যাত ক্রিকেটারা খেলেন, যা দেখতে ভীড় জমায় এলাকার ক্রিকেট প্রেমী দর্শকেরা। ছিল উন্নত লাইভ সম্প্রচার সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি।
এদিনের এই ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *