ইয়ং ইন্ডিয়া রান এবং বিবেক ও দেশপ্রেম যাত্রার অংশ হিসাবে আজ ১২ই জানুয়ারী যুব দিবসে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় রাজ্যজুড়ে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- মহামানব স্বামীজীর ১৬১ তম জন্ম দিবস উপলক্ষে আজ নদীয়া দক্ষিণ জেলা সাংগঠনিক বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজিত হয়। নদীয়ার ফুলিয়া চটকা তলা পেট্রোল পাম্প থেকে চাপাতলা পর্যন্ত হয় প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত । এতে অংশগ্রহণ করে স্থানীয় শতাধিক যুবক-যুবতী। এ প্রসঙ্গে নদীয়া দক্ষিণ যুব মোর্চা সম্পাদক শ্রীকান্ত চৌধুরী বলেন, ইয়ং ইন্ডিয়া রান এবং বিবেক ও দেশপ্রেম যাত্রা কর্মসূচি ইতি মধ্যেই গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। আজ ১২ ই জানুয়ারি স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে, রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় দু থেকে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় কার্যক্রম চলছে। উদ্দেশ্য একটাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে বিপথগামী করে তোলার বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়া এবং শারীরিক মানসিক বিকাশ এবং দেশপ্রেম জাগিয়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *