মালদার গাজোলে নমঃশূদ্র কল্যাণ সমিতি কদুবাড়ি পরিচালনা ও স্বামী বিবেকানন্দের জন্ম জাতীয় যুব দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেলো ।

0
168

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদার গাজোলে নমঃশূদ্র কল্যাণ সমিতি কদুবাড়ি পরিচালনা ও স্বামী বিবেকানন্দের জন্ম জাতীয় যুব দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেলো । এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথমে স্বামী বিবেকানন্দ প্রতি ছবিতে মাল্যদান করেন এরপর শ্রদ্ধা জানিয়ে ,তারপর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করেন :- এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছেন মালদা জেলা বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাতে মহিলাদের আহড়া থেকে ৭ কিলোমিটার কদুবাড়ী মোড়, ও পুরুষদের ময়না বাস স্ট্যান্ড থেকে ১০ কিলোমিটার কদুবাড়ী মোড় এসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা টি শেষ হয় । এরপর যে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় , উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পুরস্কৃত করেন , ৭ কিলো ম্যারাথন দৌড় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন:- আলপনা মন্ডল, বাড়ি মালদার রেল কলোনি , তাকে মানপত্র ও মেডেল নগদ তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন। দ্বিতীয় নীলাঞ্জনা সরকার বাড়ি নদিয়ার জেলার পায়রা ডাঙ্গা থেকে আগত তাকে মানপত্র ও দুই হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন। তৃতীয় শিখা মন্ডল তাকে মানপত্র ও মেডেল এক হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন।এরপর ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বিশ্বনাথ মাড্ডি, বাড়ি বালুঘাট, তাকে মানপত্র মেডেল ও নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন , দ্বিতীয় অভিষেক রায় তাকে মানপত্র মেডেল ও তিন হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন । তৃতীয় মনোজিৎ কিস্কু বাড়ি বালুঘাট থেকে আগত, তাকে সংসদ পত্র মেডেল দুই হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : গাজোল মার্চেন অ্যাসোসিয়ান ব্যবসা সমিতির সভাপতি বিধান রায়, যোগাসনের গুরুজী অশোক সাহা, কৃষ্ণ সরকার,ও নমঃশূদ্র কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ গনেরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here