কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বাদর গুহ বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কোচবিহারের সুকান্ত মঞ্চে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার উত্তরবঙ্গ জোন সম্মেলন অংশ নিতে আসেন তিনি।
এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিএসএফের গুলিতে গরুপাচরকারি মারা গেলে কোচবিহার জেলার তৃণমূল নেতাদের মুখ খুলতে হয়, কেন খুলতে হয়। আমাদের নেতারা বা জেলা সভাপতি তো মুখ খোলে না। কয়েকদিন আগে বিএসএফ এর গুলিতে একজন মারা গেলেন একটা বাঁদর গুহ লাফাতে লাফাতে মুখ খোলেন। তার মুখের ভাষা শুনলে মনে হয় তিনি রাজনীতি করতে এসেছে ডাসবিন থেকে উঠে।
সুকান্ত মজুমদার আরও বলেন,এর আগে একবার তিনি লুঙ্গি পরে মিছিল করেছেন। লুঙ্গি পরে বাড়িতে থাকুন,রাস্তায় বেরোচ্ছেন বিজেপির দমকা হওয়ায় লুঙ্গি খুলে যেতে পারে। তখন বুঝতে পারবেন বিজেপি কর্মীরা কি জিনিস।
Leave a Reply