হরিণচওড়া এলাকায় লেভেল ক্রসিং বন্ধ থাকায় রেল লাইনে বসে বিক্ষোভ স্থানীয়দের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন ধরে হরিণ চওড়া এলাকায় লেভেল ক্রসিং বন্ধ থাকায় ক্ষোভ স্থানীয়দের। আজ তারা সেই সমস্যা সমাধানের জন্য রেল লাইন বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের গুড়িয়াটি দুই নম্বর অঞ্চলের অন্তর্গত হরিণচড়া এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও রেল আধিকারিকরা।

স্থানীয়দের অভিযোগ,বিগত কয়েক দিন থেকে রেললাইনের লেভেল ক্রসিংয়ের সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার রেলগেট ২৪ ঘন্টা বন্ধ থাকায় দৈনন্দিন জীবনে প্রচন্ড সমস্যায় ভুগছে স্থানীয় এলাকাবাসী। এরই প্রতিবাদে শুক্রবার সকাল ১১টা থেকে রেললাইনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে স্থানীয় বাসিন্দারা। পরে রেলের আধিকারিক ও পুলিশ কর্মীরা গিয়ে তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে তারা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *