জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পিকনিক করার পর নো়ংরা আবজনার ভর্তি তিস্তা নদী। মানুষের সচেতনতার অভাব তিস্তা নদীতে পিকনিকরসিক মানুষের। আগামীকাল আবার পিকনিকে জমজমাট হবে তিস্তা নদীরবালির চরে। তিস্তা নদীর চরে পিকনিকের সিজিনশুরু হলে অসংখ্য মানুষ ভিড় করে এখানে। কিন্তু পিকনিক করা শেষ হলেখাবারের অবশিষ্টাংশ বা পাতা,গ্লাস এমনকি উনুনের ছাই থেকে অন্য সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দূষণ ছড়ারছে এখানে।ফলে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা রা থেকে শুরু করে তিস্তা নদীতে ঘুরতে আসা মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিষয় টি নিয়ে মানুষের সচেতন আরো বাড়ানো দরকার বলে জানিয়েছেন কিছু মানুষ।
Leave a Reply