১৩১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সমাপ্তি হল সোনামুখী বি জে হাইস্কুলে।

0
294


আবদুল হাই, হাই, বাঁকুড়াঃ বিদ্যালয় জীবনের পড়াশোনা ও একঘেয়েমির শীতের মিঠে রোদ গায়ে মেখে উপস্থিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গত ১৮ ই জানুয়ারি জাতীয় সংগীত,মশাল প্রজ্জ্বলন ও মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় সোনামুখী বি জে হাইস্কুলের মাঠে।তিন দিন ধরে চলা আজ শুক্রবার ১৩১ বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৪ টি ইভেন্টে কয়েকশো ছাত্র ছাত্রী অংশ নেয়।দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে লঙ জাম্প,ম্যাথ রেস,ডিসকাস থ্রো, মার্বেল দৌড় সহ অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হয়। এদিন পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।