হাওড়া শিরডি সাই সেবা প্রতিষ্ঠানে পক্ষ থেকে শ্রী শ্রী সাইনাথ মহারাজের মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা।

0
303

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হাওড়া বাকসাড়ায় একমাত্র এই প্রথম সাই বাবার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা হল । তিনদিন ধরে হোম যজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাবার মন্দির। মন্দির কমিটির সভাপতি পার্থ ঘোষের নেতৃত্বে এই সমস্ত আয়োজন। আম্বালা থেকে গুরুদেব এসেছিলেন, বেদান্ত মহারাজ এসেছিলেন এই অনুষ্ঠানে এছাড়াও দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী সহ হাওড়া পৌর নিগমের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী এই মন্দিরের যিনি সম্পাদক উপস্থিত ছিলেন। ভক্তকুল এবং সবার প্রচেষ্টায় মন্দিরের প্রতিষ্ঠা হল সুনামের সহিত। প্রায় কয়েক হাজার ভক্ত বাবার ভোগ সেবন করলেন। দীর্ঘদিনের এলাকার ভক্তগণদের ইচ্ছা পূরণ হল সাই মন্দির হওয়ার ফলে এমনই অভিমত সভাপতি পার্থ ঘোষের। সাই বাবা সব থেকে প্রিয় গাছ হল নিমগাছ এক ভক্ত সুলেখা মিত্র বললেন তিনি ছোটবেলা থেকে সাঁইবাবার ভক্ত এবং বিভিন্ন কাজেও তিনি সফল হয়েছেন তাই তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হল এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার ফলে । তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন পার্থ ঘোষের উদ্দেশ্যে। পার্থদার জন্য আজ এই মন্দির প্রতিষ্ঠা হল এমনই মন্তব্য করলেন সুলেখা মিত্র। তিন দিন ধরে চলল হোম যজ্ঞ এবং আরতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here