সুভাষচন্দ্র ও যুক্তরাষ্ট্রীয় চেতনা নিয়ে বক্তব্য রাখলেন অরূপশঙ্কর মৈত্র।

কলকাতা, ২১ জানুয়ারি ২০২৩: সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে শনিবার স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ আয়োজন করল এক আলোচনা সভা। কলকাতার কিরণ শঙ্কর রায় রোডের হেস্টিংস চেম্বারে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য দফতরে অনুষ্ঠিত আলোচনা সভার নাম ছিল ‘সুভাষচন্দ্র ও যুক্তরাষ্ট্রীয় চেতনা’।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও লেখক অরূপশঙ্কর মৈত্র।

অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত ও ভোলা যাদব, মহিলা স্বরাজের রাজ্য সভানেত্রী সুফিয়া খাতুন, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল, দলীয় কর্মী জয়রাম জয়সওয়াল প্রমুখ। কল্যাণ সেনগুপ্ত পুষ্পস্তবক তুলে দেন মাননীয় অরূপশঙ্কর মৈত্রের হাতে। স্বরাজ ইন্ডিয়ার নানা কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন ডাঃ রত্না পাল।

অরূপশঙ্কর মৈত্র তাঁর বক্তব্যে তুলে ধরেন, প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত ভারতীয় উপমহাদেশ কোনোভাবেই মনোলিথিক নয়। ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে আলাদা তো বটেই, বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক বিবর্তন বিভিন্নভাবে হয়েছে। এখানে ছিল বিকেন্দ্রীভূত প্রায় অপরিবর্তিত লোকায়ত শাসনব্যবস্থা। ব্রিটিশ শাসনে যা ভেঙে গেল। তিনি বলেন, “সুভাষচন্দ্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার মডেলকে অনুসরণ করতে বলেছেন।”

অনুষ্ঠানের শেষে একটি তথ্যচিত্র দেখানো হয়। স্বাধীনতা সংগ্রামের কাজে সুভাষচন্দ্র বসু গিয়েছেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তে। বহু জায়গায় ছড়িয়ে আছে তাঁর স্মৃতি। এই নিয়েই ঐতিহ্য স্বরাজের তথ্যচিত্র ‘সুভাষের পদচিহ্ন’।

মিডিয়া সেল | স্বরাজ ইন্ডিয়া
যোগাযোগ – ৮৩৩৬ ৯৩৯৩৯৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *