নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্বাসরোধ করে ঠাকুমাকে খুন করার অভিযোগ নাতির বিরুদ্ধে। ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত নাতি। ঘটনাটি নদীয়ার তাহেরপুর থানার এ ব্লক এলাকার। জানা যায় মৃত বৃদ্ধার নাম নিশা দাস, বয়স আনুমানিক ৫৮ বছর। স্থানীয়দের কাছ থেকে জানা যায় ঠাকুমা এবং নাতি আকাশ দাস ছাড়া বাড়িতে আর কেউ থাকতো না। আকাশ দাসের বাবা গত দু’বছর আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়, তারপর থেকেই নাতিকে দেখাশোনা করত একমাত্র ঠাকুমা। যদিও আকাশ দাস কোন কাজ করত না, আর প্রায় নেশা করে বাড়িতে ফিরত, আর তার কারণে প্রতিবেশীরা খুব একটা মেলামেশা করত না আকাশ দাস ও তার ঠাকুর মার সাথে। এদিন স্থানীয়রা আকাশ দাসের বাড়ির উপর দিয়ে যেতে গিয়ে তার ঠাকুমার সাড়া শব্দ না পাওয়াতে ঘরের দরজায় টোকা দিতে শুরু করে। তবুও ঠাকুমা নিশা দাসের কোন সারা শব্দ পাওয়ায় খবর দেয় বৃদ্ধার আত্মীয় কে, তারা এসে রড দিয়ে জানালা ভেঙে দেখে বৃদ্ধার দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। খবর দেয় পুলিশকে ঘটনার স্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ এরপর বৃদ্ধার রক্তাক্ত নিথরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে দ্রুততার সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি আকাশ দাসকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত নাতিকে আদালতে তোলা হয়। তবে প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, আকাশ দাস যেভাবে নেশা করতো নেশার টাকা ঠাকুমা না দিতে পারার কারণেই হয়তো ঠাকু মাকে শ্বাস রোধ করে খুন করেছে আকাশ দাস। তবে খুনের রহস্য জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। এলাকায় বৃদ্ধার খুনের ঘটনায় ইতিমধ্যে তীব্র চাঞ্চল সৃষ্টি হয়, পাশাপাশি শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে স্থানীয়দের দাবি, সত্যি যদি আকাশ দাস শ্বাস রোধ করে তার ঠাকুমাকে খুন করে তাহলে তার যথাযথ শাস্তি হওয়া উচিত, না হলে আগামী দিনে এলাকায় আবারো ঘটতে পারে এই ধরনের ঘটনা।
শ্বাসরোধ করে ঠাকুমাকে খুন করার অভিযোগ নাতির বিরুদ্ধে।

Leave a Reply