শুক্রবার ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের বাড়ির কিছুটা দূরে মঞ্চ তৈরি করে ধর্নায় বসলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের বাড়ির কিছুটা দূরে মঞ্চ তৈরি করে ধর্নায় বসলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, চা বাগানের শ্রমিকদের পিএফ কেলেঙ্কারির নানা ঘটনা ঘটেছে। অথচ, কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে কোনও তদন্তের নির্দেশ দেয়নি। উদাসীন বিজেপি বিধায়ক ও সাংসদরা। তাই জেলাজুড়ে বিজেপির বিধায়ক সাংসদদের বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে ধর্না প্রদর্শন কর্মসূচি চলছে। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে,ফালাকাটা টাউন ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি অশোক সাহা ছিলেন ফালাকাটা ব্লক গ্রামীণ আইএনটিটিইউসি এর সভাপতি পরিতোষ সরকার, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপন সেনগুপ্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *