দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ধরা পরল গ্রামের প্রতারক গাজী। বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে পুলিশের উদ্যোগে কোলকাতা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত সামসুদ্দিন কে গ্রেফতার করে নিয়ে আসে।শনিবার তাকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা আদালতে পেশ করে।আদালত সুত্রে জানাযায়,আদালতএর বিচার পতি গাজির প্রতারণার অভিযোগ বিচার করে তার পুলিশি হেপাজত দেন।পুলিশ বিচারক এর কাছে দশ দিনের রিমাইন্ডে চায়।বিচারক প্রতারক সামাউদ্দিন গাজি কে নয় দিনের পুলিশ হেপাজত দেন,বলে খবর।
ধরা পরল গ্রামের প্রতারক গাজী।

Leave a Reply