ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লেগে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, হতাশায় ভুগছেন গোটা পরিবার।

0
143

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছারখার গোটা একটা ঘর। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা। অল্পের জন্য বড় সড় ক্ষয়ক্ষতি থেকে রেহাই পরিবারের। নদীয়ার শান্তিপুর শান্তিগর এক নম্বর কলোনি এলাকার ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের বিকাশ বিশ্বাসের দাবি, তিনি শাড়ির ব্যবসায়ী। গতকাল রাতে পরিবারের সবাই নিচের ঘরে ঘুমাচ্ছিলেন, দোতলার একটি ঘরে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার শাড়ি মজুত ছিল। প্রতিবেশীরা লক্ষ্য করে দোতলার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এরপর ছুটে এসে বিকাশ বিশ্বাসের পরিবারকে ডাকাডাকি করে। তারা ঘুম থেকে উঠে দেখে দোতলার ঘরে জ্বলছে দাও দাও করে আগুন। পরিবারসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় খবর দেয় দোমকল অফিসে। ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল বাহিনীর কর্মীরা, এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে দাবি করছেন পরিবার। যদিও পুরো ঘটনাটি লিখিতভাবে শান্তিপুর থানায় জানানো হয়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে জানার চেষ্টা করে। তবে স্বাভাবিকভাবেই কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়াতে ইতিমধ্যে নিরাশ হয়ে পড়েছে ব্যবসায়ী বিকাশবিশ্বাস ও তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here