পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরে ভারত জোড়ো যাত্রা।

0
213

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কংগ্রেসের পতাকা উড়িয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু করেন ‘ভারত জোড়ো যাত্রা’। টানা পাঁচ মাস ধরে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে রাহুল ও তাঁর সঙ্গীরা পদব্রজে কাশ্মীরের রাজধানী শ্রীনগর পৌঁছে যাত্রা শেষ করবেন। যাত্রাপথে তাঁদের একটাই বার্তা, ঘৃণা ও হিংসা যা ভারতকে বিভক্ত করে দিচ্ছে, তার অবসান ঘটিয়ে প্রকৃত অর্থে বহুত্ববাদ ফিরিয়ে এনে দেশকে ঐক্যবদ্ধ করা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যাত্রাপথে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। বিজেপি ও আরএসএসের ‘বিভেদকামী ও ঘৃণার নীতির’ বিরুদ্ধে জনগণকে সজাগ করবেন। সেই মর্মেই আজ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরে দেখা গেল ভারত জোড়ো যাত্রা। বর্ধমান শহরের উল্লাস মোড় থেকে কার্জন গেট চত্বরে থাকা নেতাজী মূর্তিতে মাল্যদানের পর শেষ হয় এই পদযাত্রা। আজ এই পথযাত্রার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার সহ জেলা কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here