শিক্ষক হিসেবে সংসদ জগন্নাথ সরকারের অবসর গ্রহণের দিন আজ, ভারাক্রান্ত ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, প্রায় সারাদিন স্কুলেই সময় কাটালেন সংসদ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- একসময় বিদ্যালয়ের সংখ্যা অত্যন্ত কম থাকার কারণে, বিভিন্ন অর্গানাইজার স্থাপিত হয়েছিলো শিক্ষিত বেকার যুবক যুবতীদের দ্বারা। বেশ কয়েক বছর বিনা পারিশ্রমিকেই তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে গড়ে তোলেন বিদ্যালয়।
এরকমই ১৯৮১ সালে নদীয়ার ফুলিয়ায় ফুলিয়া বিদ্যামন্দির গড়ে ওঠে। কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে সে সময় প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রীকে পঠন পাঠন পরিষেবা দিতেন। পরবর্তীকালে ১৯৮৪ সালে অনুমোদন পায় বিদ্যালয়। ওই বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন বর্তমান সাংসদ জগন্নাথ সরকার। তিনি শারীর শিক্ষা বিভাগের দায়িত্ব থাকলেও , ইতিহাস ভূগোল বাংলা পড়াতেন ছাত্র-ছাত্রীদের।
সে সময় থেকেই তিনি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করতেন। সক্রিয় আরএসএস করা সত্ত্বেও বিদ্যালয়ে এর প্রভাব পড়েনি কোনদিন। বাম বা দক্ষিণপন্থী শিক্ষকদের সাথেও অত্যন্ত সুসম্পর্ক নিয়ে দীর্ঘদিন বিদ্যালয় শিক্ষক হিসেবে কাজ করেছেন। যদিও গত তিন বছর আগে সংসদ হওয়ার পর রাজনৈতিক কারণে, তিনি দীর্ঘ ছুটিতে ছিলেন। ইতিমধ্যে আজ তার বয়স অনুযায়ী 60 বছর পূর্ণ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী অবসর।
এই উপলক্ষে অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা , বর্তমান ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ নানান স্মৃতিচারণা এবং সংবর্ধনার মাধ্যমে তাকে সম্মান জানান। শিক্ষক জগন্নাথ সরকার হিসেবে, অভিভাবক মহলেও যথেষ্ট সুনাম তার। তাই বহু অভিভাবকগণ ছুটির সময় এসে তাকে শুভেচ্ছা জানিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *