বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণ ডেপূটেশন।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত যোগ্য প্রাপকদের ঘর প্রদান ও অযোগ্যদের নাম তালিকা থেকে বাতিল, ১০০ দিনের কাজের সমস্ত বকেয়া প্রদান তথা MNREGA’য় ১০০দিনের কাজকে বাড়িয়ে বছরে ২০০ দিন করা এবং দৈনিক ৬০০ টাকা মজুরী প্রদান সহ অন্যান্য দাবীতে আজ ১লা ফেব্রুয়ারি, ২০২৩ বেলা ১১টায় সিপিআই(এম), বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে বাঁকুড়া ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে(BDO’কে) এক গণডেপুটেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *