নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সরকারি কর্মচারীদের ডিএ এর দাবিতে কর্মবিরতির ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে।দুপুর দুটো থেকে দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চ। সংগঠনের সেই আহ্বানে সাড়া দিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আবেদন জানায় ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রায় আঠারো উনিশ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। আবেদন পত্র গ্রহন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বর্মন। তিনি জানান, ডিএ এর দাবিতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দেওয়ায় স্কুলের পড়ুয়াদের দুটোর পর ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের ডিএ এর দাবিতে কর্মবিরতির ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে।

Leave a Reply