২০২৩ সালের ২৭ জানুয়ারি আইসিসি টুর্নামেন্টের ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ারদের নাম ঘোষণা করে। নির্বাচিত ১৩ জন ম্যাচ পরিচালকের সবাই ছিলেন নারী, যেটি ছিল কোনও আইসিসি ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক নারীর ম্যাচ পরিচালক হিসেবে অবতীর্ণ হওয়ার দৃষ্টান্ত।
ম্যাচ রেফারি
গণ্ডিকোটা সর্বা লক্ষ্মী, মিশেল পেরেরা, শান্দ্রে ফ্রিৎজ।
আম্পায়ার–
অ্যানা হ্যারিস, এলোইস শেরিডান, কিম কটন, ক্লেয়ার পোলোসাক, জ্যাকলিন উইলিয়ামস, নারায়ণন জননী, নিমালি পেরেরা, বৃন্দা রাঠি, লরেন আখেনবাখ, সুজান রেডফার্ন।
প্রস্তুতিমূলক ম্যাচ
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করবে।
Leave a Reply