কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উৎসব অডিটোরিয়ামে।

0
259

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। এদিন কোচবিহার জেলা শাসকের দপ্তর লাগোয়া উৎসব অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস,প্রধান অতিথি জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিচার্স সেন্টারের অধ্যক্ষ তপন কুমার কুন্ডু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

এদিন সেখানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মিটিং ছাত্র-ছাত্রীদের স্বর্ণ ও রৌপ্য পদক ও সার্টিফিকেট দেওয়া হয়। গত ২০২০, ২০২১ ও ২০২২ এই তিন বছরের বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় স্থানকারীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। তিন বছর মিলিয়ে এবার মোট ২৮২ জন ছাত্রছাত্রীকে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হয়। তাদের মধ্যে ১৩৭ জন স্বর্ণপদক ও ১৪৫ জন রৌপ্য ও পদক পান। এছাড়াও ৩৬ জনকে পিএইচডিতে ও ২১ জনকে এমফিল ডিগ্রী দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here