নদিয়ায় কর্মীসভা করতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

0
91

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  খাটের উপরে টাকা, খাটের নিচে টাকা, এমনকি সিলিং ফ্যানেও টাকা! তিনি মানুষের নন রাশি রাশি টাকার দারোয়ান। কেশপুরের একটি সভা থেকে নিজেকে দারোয়ান বলে অভিভূত করেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সবার ওপর তার নজর রয়েছে বলেও দাবি করেন তিনি। মূলত তার এই উক্তির প্রসঙ্গে আজ শনিবার বিকেলে অল ইন্ডিয়া মথুয়া মহা সংঘের ডাকে নদীয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা বটতলা কানাইনগর সংলগ্ন এলাকায় একটি সভায় উপস্থিত হয়ে কার্যত এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও পোস্টপল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গে সাধারন মানুষের ওপর যে অত্যাচার হয়েছে তা আফগানিস্তানের তালিবান দের ও হার মানায় বলেও এই দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল দলের সমালোচনায় মুখর হন তিনি। এছাড়াও অবিলম্বে বাংলায় সি এ এ কার্যকর করার দাবি তোলেন বিরোধী দলনেতা। শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য গত ৩১শে জানুয়ারি মালদার গাজোলে মতুয়া সংঘের মহাগুরু গুরুচাঁদ ঠাকুর প্রসঙ্গে ব্যঙ্গাত্মক উক্তি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এদিনের সভায় উপস্থিত হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদ শান্তনু ঠাকুর। পাশাপাশি অল ইন্ডিয়া মথুয়া মহা সংঘের এদিনের প্রকাশ্য জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করার দাবি তোলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব। বিরোধী দলনেতা শান্তনু ঠাকুর ছাড়াও এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুটমনি অধিকারী সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব কয়েক হাজার মথুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন ও বিজেপি কর্মী সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here