জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি জেলা বধির অ্যাসোসিয়েশন এবং বধির ক্রীড়া সংস্থা যৌথ ভাবে অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি ছয় জন ডেফ খেলোয়াড় বাংলার দলে নির্বাচিত হওয়ার পর সকল ট্রাক সুট, জার্সি সহ আর্থিক অনুদান প্রদান দেওয়া হয়। আগামী ১৫ই ফেব্রুয়ারি জাতীয় ডেফ গেমসের জন্য মধ্যপ্রদেশের ইন্দোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরা নির্বাচিত হয়েছে- রিয়া রায়, অন্তরা দত্ত, সোনালী বিশ্বাস ও প্রেম শা (সকল অ্যাথলিট), প্রত্যুষ ভট্টাচার্য ও অভিষেক বসু (সকল ব্যাডমিন্টন)। আগামী ১২ই ফেব্রুয়ারি ট্রেনে রওনা হবে। এবং ভারতীয় ডেফ ক্রিকেট দলে সুযোগ পেলেন বধির ক্রীড়া সংস্থার সদস্য মুন্না সরকার (অনন্ত)। মুন্না আগামী এপ্রিল মাসে ত্রিদেশীয় ডেফ সিরিজ খেলবে বাংলাদেশ ও নেপালের বিরুদ্ধে। সকল পারফর্ম করতে আশাবাদী, ডেফ ক্রীড়া সংস্থার সহ সভাপতি উজ্জ্বল দাস চৌধুরী ও কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায়।
আসন্ন জাতীয় ডেফ গেমসের জন্য ডেফ ক্রীড়াবিদের ট্রাক সুট প্রদান।

Leave a Reply