নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদায়ী এবং নতুন আধিকারিকদের সম্বর্ধনা অনুষ্ঠান।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের খাদ্য দফতরের আধিকারিক রিন্টু বিশ্বাস পদন্নোতি হয়ে চলে যাচ্ছেন হুগলি জেলাতে,তার জায়গায় ব্লকের খাদ্য দফতরের আধিকারিক হলেন বিশ্বজিৎ রায়।
এছাড়াও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভূমি ও ভূমি ভূমি সংস্কার দপ্তর আধিকারিক মোহাম্মদ ফকিরুদ্দিন আহমেদ পদন্নোতি হয়ে চলে গেছেন মুর্শিদাবাদ জেলায়,তার জায়গায় এসেছেন ভিক্টর সাহা।
এদিন বিদায়ী এবং নতুন আধিকারিকদের উত্তরীয়,ফুলের তোড়া, উপহার ও মিষ্টি মুখ করান ব্লক প্রশাসন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য।