পুলিশি সহযোগিতায় ফেরত দেওয়া হল চুরি যাওয়া মোবাইল।

0
150

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মোবাইল চুরির ঘটনা এখন প্রায়ই ঘটে। অনেকেই শখ করে উপার্জন করা টাকা দিয়ে সাধের মোবাইল কেনেন কিন্তু সেই মোবাইল চুরি হয়ে গেলে স্বাভাবিকভাবে মন বিষন্ন হয়ে পড়ে।
অনেকে আবার অসাবধানতার কারণে মোবাইল ফোন হারিয়েও ফেলেন।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে শুক্রবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুনাল বিশ্বাস। মোবাইল ফেরত পেয়ে মন্তেশ্বর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের প্রকৃত মালিকেরা।
মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা যায় , কয়েক মাস আগেই শুধু নয়, এক দুবছর আগে মন্তেশ্বর থানা এলাকা থেকে মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল সেই সূত্র ধরে মোবাইল ট্র্যাকিং শুরু করে মোবাইল গুলি উদ্ধার করা হয়।শুক্রবার ২২টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি মোবাইল গুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here