পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পরীক্ষার দু মাসের মাথায় প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল ১১ ই ডিসেম্বর ২০২২। তারপরই আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের ফলাফল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে শহর বর্ধমানের ইনা সিংহ। বর্ধমান শহরের আলমগঞ্জে বাড়ি ইনার। পারিবারে একমাত্র রোজগেরে ইনা। পারিবারিক অবস্থা সেরকম ভালো নয়।টিউশনি করেই সংসার চালায় ইনা। এত সংগ্রামের পরও লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় প্রথম হয়েছে ইনা সিংহ। সাংসারিক এত কষ্টের মধ্যেও ইনার এই ফলাফল হাসি ফুটিয়েছে পরিবারের মুখে। টেট পরীক্ষায় দ্বিতীয় হয়েছে চারজন এবং তৃতীয় হয়েছে চার জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে ১৭৭ জন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় প্রথম শহর বর্ধমানের ইনা সিংহ।

Leave a Reply