বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- ভাতা বৃদ্ধি, আবাস যোজনায় ঘর, শিক্ষাগত মান অনুযায়ী নিয়োগের দাবি সহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এদিন বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি আঠেরো দফা দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন।
আন্দোলনকারীদের দাবি, সকল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড দিতে হবে এবং যে সমস্ত প্রতিবন্ধীরা মাসে হাজার টাকা ভাতা পান তাদের সরকারি ভাতা বৃদ্ধি করে, ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে। এছাড়াও আবাস যোজনা ঘর দেওয়া এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
Leave a Reply