উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আশা কর্মীর দাবি থেকে ভয় পেয়ে গেলেন প্রশাসন। প্রায় শতাধিক আশা কর্মী নিজের দাবি নিয়ে বিডিও অফিসে আছে। বিডিও অফিসে আশা কর্মীরা কোন ভাবে অপ্রিত কর ঘটনা না ঘটায় বিডিও চত্বরে বিশাল পুলিশ বাহিনী বাহিনী মজুদ করা হয় কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষে। সিভিক ভলেন্টিয়ার সহ প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ কর্মী ছিলেন।
কালিয়াগঞ্জ বিডিও সাহেবের নির্দেশে মাত্র চার জন ডেপুটেশন দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়,কিন্তু ঢুকে পড়লেন ৬জন আশা কর্মি।
আশা কর্মী দের ঢুকতে কেউ বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষে। আশা কর্মীরা দাবি করেন ১০ জন মহিলাদের প্রবেশ করতে দিতে হবে কিন্তু পুলিশ ও প্রশাসন থেকে চারজনের বেশি প্রবেশ করা যাবে না বিগত দিনে দেখা গিয়েছে ডেপুটেশনের দিতে 10 থেকে 15 জন ঢুকতে দেখা গেছে।
পুলিশ প্রশাসনের সামনে বিবেকানন্দ মোড়ে ফরম্যাট জ্বালিয়ে প্রতিবাদ করলেন আশা কর্মীর সদস্যরা।
আশা কর্মীদের দাবি ২১ হাজার টাকা তাদের অনারিয়াম দিতে হবে।সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা প্রদান করতে হবে সহ অন্যান্য দাবি নিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রেলস্টেশন চত্বর থেকে একটি ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ এর বিবেকানন্দ মোড়ে বিক্ষোভ সভা মধ্যে দিয়ে ফরম্যাট জ্বালিয়ে,বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ও কালিয়াগঞ্জ বিডিও প্রসুন্ন কুমার ধারাকে দাবি সমেত পেশ করা হয়।
Leave a Reply