বালুরঘাট, বকেয়া মহার্ঘভাতার দাবিতে বালুরঘাটে প্রশাসন ভবনের সামনের রাস্তায় বসে অবস্থান ও বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, দ: দিনাজপুর:- বালুরঘাট, বকেয়া মহার্ঘভাতার দাবিতে বালুরঘাটে প্রশাসন ভবনের সামনের রাস্তায় বসে অবস্থান ও বিক্ষোভ করে ডেপুটেশন দিল কয়েকশো সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী সহ অন্যান্যদের যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। সরকারি দপ্তরের শুন্যপদে নিয়োগ, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্তদের শাস্তি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ ন্যায্য দাবির আন্দোলনে কর্মীদের উপর প্রশাসনিক আক্রমনের প্রতিবাদে শুক্রবার দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থানে অংশ গ্রহণ করে রাজ্য কো অর্ডিনেশন কমিটি, জয়েন্ট কাউন্সিল, এবিটিএ, এবিপিটিএ, সারাবাংলা শিক্ষক সমিতি, পেনশন অ্যাসোসিয়েশন সহ অন্যান্য গনসংগঠনের সদস্যরা। বালুরঘাটে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির নেতা পার্থ সরকার, শিক্ষক নেতা ভজন সাহা, জয়েন্ট কাউন্সিল নেতৃত্ব কনক রায়, পেনশনার্স সমিতির সত্যেন মন্ডল, শ্রমিক নেতা গৌতম গোস্বামী প্রমুখ। এদিন বিক্ষোভ সভা পরিচালনা করেন অমিতাভ ঘোষ, অমল সাহা, পলাস দেব, কল্যাণ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *