মালদা মেডিকেল কলেজের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল এক ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে চুলের একটি কাটা মুখে রেখে চুল খোলার সময় অসাবধানতাবশত তা গলার ভিতরে চলে গিয়েছিল। সেই কাটা আটকে পড়েছিল গলার শ্বাসনালির কাছে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল। বৃহস্পতিবার রাতেই মালদা মেডিকেল কলেজের ডাক্তার গণেশ চন্দ্র গাইন, ডাক্তার শুভজিৎ সরকার, ডাক্তার এম এ রহমান সহ প্রায় আটজনের এক টিমের প্রচেষ্টায় ওই ছাত্রীর গলা থেকে বের করা হয় কাটা। বর্তমানে ওই ছাত্রী সুস্থ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম তসলিমা নাসরিন। রতুয়ার চাঁদমনি ২ পঞ্চায়েতের বাটনা হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর বাবা আনিকুল ইসলাম বলেন, মাদ্রাসা থেকে ফিরে এসে চুল খোলার সময় মুখে রাখা পিনের মতো চুলের একটি কাটা গিলে ফেলেছিল মেয়ে। তারপর থেকেই সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। রাতে ডাক্তাররা সেই কাটা বের করেছে। ডাক্তারদের এই কাজকে আমরা কুর্নিশ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *