শুভ উদ্বোধন হলো হস্তশিল্প তাঁত এবং খাদি মেলা ২০২৩।

0
274

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবংপশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র,ছোট,মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে বর্ধমান শহরের উৎসব ময়দানে আজ শুভ উদ্বোধন হলো হস্তশিল্প, তাঁত এবং খাদি মেলা ২০২৩। আজ অর্থাৎ 17 ই ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত চলবে এই হস্তশিল্প মেলা। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা নিজের হাতের তৈরি জিনিস নিয়ে বসেছেন এই মেলায়। শিল্পীরা তাদের হাতের কারুকার্য ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর ভাবে। বর্ধমানের উৎসব ময়দানে ১৫ দিনব্যাপী চলবে এই হস্তশিল্প মেলা। আজ এই মেলার শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন ক্ষুদ্র ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রানী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুপ্তা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গণ এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আজকে প্রত্যন্ত গ্রামের হস্তশিল্পীরা এই মেলাগুলির মাধ্যমে তাদের বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস বিক্রি করতে পারছেন। আমাদের দপ্তরের তরফ থেকে তাদের পরিবহন খরচা সমেত থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। নিজের হাতে তৈরি জিনিস হস্তশিল্পীরা সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারছেন। আমরা আশা রাখছি আগের বছর থেকে এ বছর আরো বেশি পরিমাণে এই মেলা থেকে বিক্রয় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here