নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-দলের জন্য যাদেরকে পুলিশ কেস খেতে হয়েছে, আজ তারাই দল থেকে বঞ্চিত।দলে থেকে যোগ্য সম্মান টুকুও পাচ্ছেন না পুরাতন তৃনমূল কর্মীরা বলে একরাশ ক্ষোভ উগড়ে দেন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।রবিবার দুপুর একটা নাগাদ চাঁচল বিধানসভার কুশিদা গ্রাম পঞ্চায়েতের বহর গ্রামের পঞ্চায়েত সদস্য নজিমুল হকের বিরুদ্ধে
একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরাই।
তৃনমূল কর্মীরা একরাশ ক্ষোভ উগড়ে জানান, পঞ্চায়েত সদস্য নজমুল হক কংগ্রেস থেকে জয়ী হয়ে তৃনমূলে যোগদান করেছেন।তৃনমূলে যোগদান করার পর থেকেই পুরাতন তৃনমূল কর্মীদেরকে সরিয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে চলছে।দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত বুথের কোনো কর্মীর সঙ্গে আলাপ আলোচনা নেই।এর পূর্বে তার স্ত্রী কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিলেন।দীর্ঘ দশ বছরে এলাকায় কিছুই উন্নয়ন হয়নি।এই দশ বছরে দুর্নীতির পাহাড় করে রেখেছেন নজমুল হক।
১০০ দিন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা কাজ না করেই তুলে নিয়েছেন।প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় পাঁকাবাড়ি,জমি ও গাড়ির মালিকদের নাম রয়েছে অথচ প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।সামনে পঞ্চায়েত নির্বাচন।কি আশায় তারা লোকের কাছে ভোট চাইতে যাবেন।পঞ্চায়েত নির্বাচনে নতুন মুখ দেখতে চান তারা।
পঞ্চায়েত সদস্য নজমুল হক জানান,তারা ভিত্তিহীন অভিযোগ করছে।মমতা ব্যানার্জির নির্দেশ মেনে সকলকে নিয়েই তিনি চলছেন।যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে তারাও একসময় কংগ্রেসে ছিল।সবার সঙ্গে আলোচনা করে নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি দ্রুত সারিয়ে ফেলবেন।
Leave a Reply