মাঠকালী পুজো উপলক্ষ্যে মেতে উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের,খণ্ডঘোষ গ্রাম সহ বিস্তৃত এলাকা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মাঠকালী পুজো উপলক্ষ্যে মেতে উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের,খণ্ডঘোষ গ্রাম সহ বিস্তৃত এলাকা। সোমবার সকাল থেকেই ভিড় জমে এই পুজো উপলক্ষ্যে। এদিন পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। এছাড়াও বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন , এস ডি পি ও (সদর সাউথ ) সুপ্রভাত চক্রবর্তী এসে পুজো দেন। এদিন পুজো উপলক্ষে হাজির হয়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল।

কথিত আছে প্রায় ৩০০- ৪০০ বছর আগে মহামারী দেখা দিয়েছিল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের গোটা খণ্ডঘোষ এলাকায়। এই মহামারী থেকে বাঁচতে খণ্ডঘোষবাসী যৌথ হয়ে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন। এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কোনো রকম মহামারী দেখা যায়নি। সেই থেকে পুজো শুরু করে এখনও পর্যন্ত একই রকমভাবে এই পুজো হয়ে আসছে।

ফাল্গুন মাসে মহা শিবরাত্রির পর অমাবস্যা তিথিতে ধুমধামের সঙ্গে দেবী পূজিত হন। খণ্ডঘোষ গ্রামে প্রবেশের আগে একটা বৃহৎ মাঠের মাঝে বহু প্রাচীন বট গাছে ঘেরা স্থানে আটচালায় রক্ষাকালী পুজো হয়ে আসছে। যেহেতু এই পুজো মাঠের মধ্যে হয়, তাই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে এই পুজো ‘ মাঠের কালী’ পুজো নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *