দক্ষিণ দিনাজপুর জেলায় এবার কমে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।

0
120

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- আজ বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ দিনাজপুর জেলায় এবার কমে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতবারের তুলনায় এবার প্রায় ৫ হাজার পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩,৮১৪ জন। তার মধ্যে ৬২২৭ জন ছাত্র এবং ছাত্রী ৭৫৮৭ জন। জেলায় মেন ভেনু ১১ টি ও সাব ভেনু ৪৪ টি। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারির জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত তিনটি করে সিসি ক্যামেরা রাখা হবে। এদিকে প্রশাসনের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনরকম সমস্যায় না পরে তার জন্য রাস্তায় পর্যাপ্ত পুলিস মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here