সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করল বাঁকুড়া উত্তর বনবিভাগ তথা ছাতনা ফরেস্ট রেঞ্জ।

0
131

আবদুল হাই, বাঁকুড়াঃ শুশুনিয়া পাহাড় ও পার্শ্ববর্তী বনভূমিতে আগুন না লাগানো, অবৈধ শিকার এবং বৃক্ষ ছেদন থেকে বিরত থাকা এসব বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে বাঁকুড়া উত্তর বনবিভাগ তথা ছাতনা ফরেস্ট রেঞ্জ। এই সচেতনতামূলক অনুষ্ঠানে আজ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শুশুনিয়া ঐকতান একটি গাছ অফুরন্ত প্রাণ নামে একটি মূকাভিনয় উপস্থাপন করে। এই সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া মুখ্য বনপাল এস কুনাইডাইভাল , বাঁকুড়া DFO উমর ইমাম, ADFO দূগাকান্ত ঝা্ঁ এবং তিয়াস ভঞ্জ , ছাতনা রেঞ্জ অফিসার এষা বোস, শুশুনিয়া বিট অফিসার প্রদীপ বিশ্বাস সহ অনান্য বন বিভাগ আধিকারিকরা।