গুরুতর আহত ভ্যানচালককে নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে ভর্তি করলো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি।

0
117

আবদুল হাই, বাঁকুড়াঃ শুক্রবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত পাত্রসায়ের এ নিজের বাড়ি থেকে দলের এক কর্মসূচিতে যোগদান করার জন্য বিষ্ণুপুর আসছিলেন নিজের গাড়িতে ঠিক তখনই হঠাৎ করেই বিষ্ণুপুর থানার MIT মোর সংলগ্ন এলাকায় দেখতে পান এক দরিদ্র ইঞ্জিনভ্যান চালকের ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রয়েছে রাস্তার মাঝে, গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশেই ছটফট করছে ইঞ্জিন ভ্যানচালক , রাস্তা দিয়ে হাজার মানুষ পেরিয়ে গেলেও আহত ইঞ্জিনভ্যানচালক এর কাছে কেউ এগিয়ে আসেনি। তরঘরি সেই ঘটনা দেখতে পেয়ে ছুটে যান যুব সভাপতি সুব্রত দত্ত, স্থানীয় কয়েকজন মানুষকে অনুরোধ করে জড়ো করেন সেখানে এবং অসুস্থ ভ্যানচালক কে তুলে দিতে বলেন যুব সভাপতিীর নিজের গাড়িতে । অবশেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুব সভাপতি নিজের হাতে করে অসুস্থ ওই ইঞ্জিনভ্যান চালককে নিজের গাড়ি করেই পৌঁছে দেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং উন্নততর চিকিৎসা চালানোর কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষকে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, এবং নিজের কাজে সে ফিরে যেতে পারে ।

সর্বোপরি বলাই যেতে পারে রাজনীতি মানেই হিংসা মারামারি অশান্তি নয় সুব্রত দত্তের মত মানুষও রাজনীতির সাথে জড়িয়ে, আর এই সমস্ত মানুষগুলির জন্য আজও হয়তো আমাদের পৃথিবীতে মনুষত্ব, বিবেক, বোধ বুদ্ধি, বিপদে একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা গুলি নজরে পড়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here