হাতির হানায় মৃত মাধ্যমিক ছাত্রের বিষয়ে সাংবাদিক সম্মেলন বামপন্থী শিক্ষক স়ংগঠনের।

0
90

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন হাতির হানায় বারাপাটিয়া পাঁচীরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মর্মান্তিক মৃত্যু হওয়ায় এবিটিএ র জলপাইগুড়ি জেলা শাখার থেকে একটি প্রতিনিধিদল মৃত ছাত্রের বাড়িতে যায়।প্রতিনিধি দলে ছিলেন জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায়,সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী, জেলা নেতৃত্ব দেবাশীষ রায় ও সদর মহকুমার সভাপতি হিমাংশু সরকার। বাড়ির পরিবেশ কান্নায় ভারি।মৃতের বাবা বিষ্ণু দাস কথা বলেন তারা। । মৃত অর্জুন দাসের ভাই দীপাঞ্জনের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসা হয় বলে জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় জানান।পাশাপাশি, ঐ পরিবার ও প্রতিবেশীরা এক ভয়ংকর তথ্য তুলে ধরেন। তাদের কাছ থেকে জানা যায় যে, ১০/১২ কিলোমিটার না গেলে হাই স্কুল নেই।একটি ই বাস চলে, ঝুলে ঝুলে যেতে হয়,আশঙ্কা থাকে দুর্ঘটনার। ছোটো গাড়ির ছাদে বসে যেতে হয়।সব মিলিয়ে এখানকার প্রায় ১৫০০ পরিবারের বাচ্চাদের সব সময়ই জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। সংগঠনের জেলা শাখার সম্পাদক ,সংবাদ মাধ্যমে প্রশাসনের এই উদাসীনতার জন্য হতাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here