আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজাগ্রামে অনলাইন প্রজেক্ট শেখানোর নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো।
এই অভিযোগ কে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ।অফিস চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ,ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ।
সূত্র মারফৎ জানতে পারা যায় দীর্ঘদিন ধরে “ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড” কোম্পানির নাম করে অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে অনলাইনে কাজ শিখিয়ে দেবার নাম করে তাদের মারফত বেশ মোটা রকম টাকার বিনিমেয় প্রোডাক্ট বিক্রি করাহতো, প্রোডাক্ট বিক্রির নামে করে তাদের কাছ থেকে ৫০০০ কারো কাছ থেকে ১৩০০০টাকারও বেশি নেওয়ার অভিযোগ তুলেছে এমনটায় অভিযোগ করছে এলাকার মানুষ। তবে অবশ্য কোম্পানিতে কাজ করা সদস্য দের কাছ থেকে জানতে পারা যায় তাদের কাজের বৈধ কাগজপত্র রয়েছে তাদের প্রোডাক্ট বিজনেস এর উপর। আমরা প্রোডাক্টটির উপর ন্যায্যমূল্য নিয়ে থাকি বলেই জানান। তবে অবশ্য জয়পুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে পৌঁছায় উত্তপ্ত মানুষজনের কাছ থেকে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে সেখানে এসে উভয় পক্ষকে এক কাছে বসিয়ে কথাবার্তা শোনার পর টাকা ফেরত দেবার পরামর্শ দেন এলাকার মানুষ দাবি করেন আগামী দু দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে, সেই মতো আশ্বাস দেন কোম্পানির সদস্যরা তারাও দু দিনের মধ্যে টাকা ফেরত দেবার আশ্বাস দেন। তবে প্রশ্ন উঠছে রাজ্যে কী আবার নতুন করে এইসব কোম্পানির হাত ধরে গজিয়ে উঠছে চিটফান্ডের মতো বড় দুর্নীতি।সাধারন খেটে খাওয়া মানুষের বোধ বুদ্ধি কী এখোনো হয়নি এমনটাই ইঙ্গিত দিচ্ছে আজকের এই ঘটনা কে কেন্দ্র করে।
অনলাইন প্রজেক্ট শেখানোর নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ।

Leave a Reply