জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফাইনালে বিজয়ী fuc club কোচিং সেন্টার।Late tejendra nath guho ও duli Rani guho আয়োজিত পানডা পাড়া কোচিং ক্যাম্প পরিচালনায় তিনদিন ব্যাপী আন্ডার 14 ক্রিকেট টুনামেনট অনুষ্ঠিত হয়েছিল আজ চূড়ান্ত পর্যায়ে র খেলা ছিল। অনুষ্ঠিত হয়েগেলো জলপাইগুড়ির সংঘশী ময়দানে। মার্চের 4 তারিখথেকে শুরু হয়েছে এই খেলাটি। জলপাইগুড়ির বিভিন্ন কোচিং সেন্টারের খেলোয়াড় রা এখানে অংশগ্রহন করেছিল।আজ ফাইনালে rsa coching camp ও fuc coching camp দুইটি টিমের খেলা হয়েছিল। ফাইনালে fuc coching camp বিজয়ী হয়।আজকে পুরুস্কার বিতরণী তে বেশ কয়েক জন বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনালে বিজয়ী এফ ইউ সি ক্লাব কোচিং সেন্টার।

Leave a Reply