ফাইনালে বিজয়ী এফ ইউ সি ক্লাব কোচিং সেন্টার।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফাইনালে বিজয়ী fuc club কোচিং সেন্টার।Late tejendra nath guho ও duli Rani guho আয়োজিত পানডা পাড়া কোচিং ক্যাম্প পরিচালনায় তিনদিন ব্যাপী আন্ডার 14 ক্রিকেট টুনামেনট অনুষ্ঠিত হয়েছিল আজ চূড়ান্ত পর্যায়ে র খেলা ছিল। অনুষ্ঠিত হয়েগেলো জলপাইগুড়ির সংঘশী ময়দানে। মার্চের 4 তারিখথেকে শুরু হয়েছে এই খেলাটি। জলপাইগুড়ির বিভিন্ন কোচিং সেন্টারের খেলোয়াড় রা এখানে অংশগ্রহন করেছিল।আজ ফাইনালে rsa coching camp ও fuc coching camp দুইটি টিমের খেলা হয়েছিল। ফাইনালে fuc coching camp বিজয়ী হয়।আজকে পুরুস্কার বিতরণী তে বেশ কয়েক জন বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *