উদ্বোধন হল দুর্লভপুর বারোয়ারী দোল পূর্ণিমা মেলার।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর মহাশ্মশান কালি কমিটির উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষ্যে একটি বারোয়ারী মেলা আয়োজিত হয়। এই মেলাটি উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় মেলা। এবছর তাদের মেলা ৩৩ তম বর্ষে পদার্পণ করল। বুধবার সন্ধ্যায় এই মেলার শুভ উদ্বোধন ঘটল। চলবে আগামী ১৩ই মার্চ পর্যন্ত। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজী, গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গরাই, লটিয়াবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু মণ্ডল, উপপ্রধান মানিক মন্ডল, গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মানব মণ্ডল সহ আরো অনেকে। আয়োজকদের পক্ষ থেকে এলাকার মানুষজন কে মেলা দেখতে আসার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *