টেপরামারি, ঘুঘুডাঙ্গা এলাকায় জনতা হিমঘরের গেটের সামনে কৃষকদের বিক্ষোভ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ টেপড়া মারি টেপরামারি, ঘুঘুডাঙ্গা এলাকায় জনতা হিমঘরের গেটের সামনে কৃষকদের বিক্ষোভ। একদিকে আলুর বন্ডের দাবিতে এই বিক্ষোভে শামিল কৃষকরা। অপরদিকে তৃনমুলে প্রভাবিত আইএনটিটিইউসি নেতৃত্বের উপস্থিতিতে এই হিমঘরের কর্মীরা গতকাল থেকে পিএফ এর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *