এক মৎস্যজীবীর বাড়িতে ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার মাছ ধরার জাল পুড়ে ছারখার, চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাতে মৎস্যজীবীর বাড়িতে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছারখার কয়েক লক্ষ টাকার মাছ ধরার জাল। চক্রান্ত করেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ডের রামনগর রাজপুত পাড়া লেনের সরিসব তলা এলাকার। জানাযায় ওই এলাকার বাসিন্দা সুদেব বিশ্বাস একজন মৎস্যজীবী। অন্যের পুকুরের থেকে মাছ ধরে আরোতে সেই মাছ তিনি বিক্রি করেন। সহযোগিতা করেন তার একমাত্র ছেলে শুভ বিশ্বাস। অভিযোগ গতকাল গভীর রাতে তারা ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ প্রতিবেশীরা লক্ষ্য করে জাল রাখার ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন, তাদের ডাক ডাকাডাকি করলে দৃশ্য দেখে মাথায় হাত পড়ে যায় মৎস্যজীবী সুদেব বিশ্বাসের পরিবারের। সাথে সাথেই এলাকাবাসীসহ পরিবার বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মৎস্যজীবী সুদেব বিশ্বাসের স্ত্রীর দাবি, প্রায় দেড় লক্ষ টাকার মাছ ধরার জাল ছিল, যা সবটাই পুড়ে ছারখার হয়ে যায়। আগামী দিনে কিভাবে সংসার চালাবেন সেই চিন্তাতেই এখন ঘুম উঠেছে তাদের। একমাত্র ছেলে শুভ বিশ্বাস বলেন, এই ধরনের আগুন কখনো নিজে থেকে লাগতে পারে না, চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল রাতে প্রতিবেশীরা সহযোগিতা না করলে তাহলে আরও বড়সড়ো ক্ষয়ক্ষতি হত তাদের। যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন পরিবার। স্বভাবতই গভীর রাতে মৎস্যজীবীর বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখনো চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *