নিজস্ব সংবাদদাতা, মালদা:—-মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁধ সংলগ্ন এলাকায় নির্মীয়মান জলাধারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাই কাজ বন্ধ করলো এলাকাবাসীরা।আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয়ে এই জলাধারটি নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। ঠিকাদারকে বহুবার বলা সত্ত্বেও তারা ঠিকমতো কাজ না করায় কাজ বন্ধ করা হয়েছে। ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং সঠিক কাজ বুঝে নেওয়ার কথা বলেছেন স্থানীয়দের।সঠিক কাজ না হলে বন্ধ থাকবে কাজ এমনটাই জানান স্থানীয় লোকজন।
নির্মীয়মান জলাধারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাই কাজ বন্ধ করলো এলাকাবাসী।

Leave a Reply