আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বিশ্ব কবিতা দিবস। কবিতা ভালোবাসার দিন। আমাদের যে সকল সৃজনশীল বিষয়গুলি আছে, তার মধ্যে কবিতা অন্যতম। অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন, আবার অনেকে অসাধারণ কবিতা আবৃত্তি করতে পারেন। কিন্তু একজন রাজনীতিবিদ শত ব্যস্ততার মধ্যে যদি ভালো আবৃত্তিকার হন তাহলে সেটা খুবই চমকপ্রদ ব্যাপার। তার উল্লেখযোগ্য নজির হলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। ইন্দাস এলাকার একজন সুদক্ষ সংগঠক, রাজনীতিবিদ হিসেবেই রাজনৈতিক মহলে পরিচত নন, তিনি যে একজন ভালো আবৃত্তিকার আজ তা দেখা গেল।স্কুল কলেজ জীবন থেকে রাজনীতি ছাড়াও তার শখ আর মোহ কবিতার প্রতি। তাই বিশ্ব কবিতা দিবসে আবৃত্তি করলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাল জয়ী জনপ্রিয় সুবিশাল বিদ্রোহী কবিতা আর রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি। উপস্থাপনা, পরিবেশনা আর কণ্ঠস্বর অপূর্ব সুন্দর, অনবদ্য। উনাকে আবৃত্তিকারের ভূমিকায় দেখে সকলেই মুগ্ধ। মঞ্চে জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখেছেন সকলে। কিন্তু এই নতুন সৃষ্টিশীল ভূমিকায় উনাকে দেখে সকলে আনন্দিত, অভিভূত। এটা একটা অতিরিক্ত পাওনা বইকি!
শুধু একজন সুদক্ষ সংগঠক, রাজনীতিবিদ নন, একজন ভলো আবৃত্তিকারও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ।

Leave a Reply