নিজস্ব সংবাদদাতা, গংগারামপুর: – ভোট যায় ভোট আসে কিন্তু প্রত্যেক বার ভোটের আগে রাস্তা পাকা হবার আশ্বাস পেলেও তা আর এলাকাবাসির কাছে বাস্তবে রুপায়ন কোন রাজনৈতিক দলের নেতারাই এই দুই দশক
ধরে করে দেখাতে পারল না।স্থানীয় কার্গিল মোড় থেকে নন্দনপুড় গ্রাম পঞ্চায়েতের নয়া বাজার ঘাট অপর দিকে কৃষন চূড়া মোড় থেকে পশ্চিম যাদব পুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পর্যন্ত রাস্তা রাস্তা না বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ পাকা করতে না পাড়ায় এই ভোট বয়কটের ডাক অই গ্রামের বাসিন্দাদের। অথচ এই রাস্তা দিয়ে চলাচল কয়েকটি গ্রামের হাজার পাচেক বাসিন্দাদের। তাই এবার বাধ্য হয়েই এলাকার গ্রামের বাসিন্দারা নো রাস্তা নো ভোটের ডাক দিয়েছে।আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেওয়ার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর ব্লকের বেলবাড়ি এলাকায়। যদিও এখনও পর্যন্ত এব্যাপারে প্রশাসনের কাছে কোন খবর নেই বলে জানা গেছে।
গংগারামপুরের বেলবাড়ি এলাকার কার্গিল মোড় থেকে গুড়িয়াপাড়া পর্যন্ত দীর্ঘ ৫ কিমি কাচারাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের রাস্তা। এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে নিত্য ব্যবহার্য্য প্রয়োজনিয় কাজের তাগিদে বালুরঘাট, গংগারামপুর, মালদা, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি। কিন্তু শুকনো কালে এবড়ো থেবড়ো পথ দিয়ে প্রান হাতে করে যাতায়াত করতে পারলেও, বর্ষায় তা এক হাটু কাদা থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা রাস্তা চলাচলের অযোগ্য থাকায় এই সব গ্রাম গুলি থে কোন অসুস্থ রোগীকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এমব্যুলেন্স কোন সময় গ্রাম গুলিতে ঢুকতে পারে না, যার দরুন গ্রামের মানুষদের কাছে এই রাস্তা এক যন্ত্রনাময় বিভিষিকা রুপে দেখা দিয়েছে।
গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ প্রত্যেক বার ভোট আসার আগে নির্বাচনি প্রচারে এসে সব দলের নেতারাই রাস্তা পাকা করার আশ্বাস দিয়ে ভোট টা নিয়ে যান। কিন্তু আপশোষ একটা ভোট ফুরলেই তারা তাদের আশ্বাস ভুলে যান।
ক্ষুদ্ধ গ্রামবাসিদের অভিযোগ তাই বাধ্য হয়েই এই রাস্তার উপর নির্ভরশীল সমস্ত গ্রাম গুলির মানুষরা আমরা জোট বেধে সিদ্ধান্ত নিয়েছি ভোট বয়কটের।
এখন দেখার ভোট ঘোষনারপর প্রশাসন এই বয়কট তোলার জন্য সত্যি সত্যি গ্রামবাসিদের এতদিনের দাবি অউরন করে কিনা।
এই রাস্তা নিয়ে জেলা পরিষদের পূর্তকর্মাধক্ষ মফিজ উদ্দিন মিয়া জানান, প্রায় সাড়ে তিন লক্ষ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, খুব শীর্ষই রাস্তার কাজ শুরু করা হবে।।।
বাইট গ্রামবাসী
মহিজউদ্দিন মিয়া জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ।
পাকা রাস্তা না হওয়ায় ভোট বয়কটের ডাক গ্রামের বাসিন্দাদের।

Leave a Reply