নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাট মহকুমার খাদ্য দপ্তর এর পাশের জঞ্জাল থেকে উদ্ধার হল পাঁজা পাঁজা রেশন কার্ড। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের এই রেশন কার্ড জঞ্জাল এর মধ্যে পড়ে থাকায় স্বাভাবিকভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে গোটা রানাঘাট জুড়ে। আজ সকালে এই রেশন কার্ড পড়ে থাকার ঘটনা নজরে আসে সকলের।ছোট স্মার্ট কার্ড থেকে শুরু করে বড় সব ধরনেরই রেশন কার্ড মেলে জঞ্জালের স্তুপে।এই ঘটনায় ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ।
খোদ খাদ্য দপ্তরের পাশের জঞ্জালে পড়ে রয়েছে গোছা গোছা রেশন কার্ড, জানিয়ে রীতিমতো তীব্র চাঞ্চল্য।

Leave a Reply